How many types of Writing Task 1

 IELTS writing   এ মোটামুটি ৬/৭ ধরনেরtask 1 আসে। এগুলো হল-

  • Line graph    
  • Bar/Column graph  
  • Pie Chart  Table    
  • Map   
  • Flow Chart 
  • Diagram
তবে মনে রাখবেন এই type  গুলো বেশির ভাগ সময়ই একক ভাবে আসে। তবে অনেক সময়ই দুইটি type  এর combination ও পরীক্ষায় আসবত পারে। এই পর্যায়ে শুধু এটুকুই মনে রাখুন, পরবর্তীতে আমরা প্রত্যেকটি type এর tsak1 ( signl & combination) কিভাবে লিখতে হয় সেটা বিস্তারিত করে দেখিয়েছিল। ফলে এটা পড়ে আর  কোন Confusion থাকবেনা।

কত শব্দ লিখতে হবে
  
নিয়ম হচ্ছে minimum 150 words লেখা, কিন্তু একটা confusion থেকে যায় maximum কত লিখবো ( কারণ কোন  upper limit দেওয়া থাকে না।) এর উত্তর হচ্ছে (150-180)।
কত Para লিখতে হয়।
মোটা দাগে বলা যায়, যে কোন ধরনের writing -ই হোক কেন, তার তিনটি Paragraphথাকে। একটি Introduction, একটি Body Paragraph  এবং conclusion, IELTS  এর writing task 1 এ আমরা চারটি Paragraphলিখবো।
  1. Para-1-introduction
  2. Para-2 Body analysis-1
  3. Para-3 Body analysis-2
  4. Para-4 Conclusion

লেখা শূরুর আগে কোন Paragraph এ কতগুলো word লেখা উচিত তার একটা outline ও করে নিতে হবে।
Word allocation
  • Introduction     : 30-40words
  • Body analysis-1 : 50-60words
  • Body analysis-2 : 50-60words
  • Conclusion         : 20-30words
Conclusion 
IELTS writing task-1 এ Conclusion লিখা optional অর্থাৎ জরুরী না। যদি দেখেন হাতে যথেষ্ট সময় আছে তবেই Conclusion লিখুন। আর যদি দেখেন হতে যথেষ্ট সময় আছে নেই তবে বাদ দিন। এতে আপনার score তেমন একটা প্রবাভিত হবে না।

Personal Opinion দেওয়া যাবে?
Writing task-1 assess করে আপনি given information/data সুন্দর describe করতে পারেন কিনা। তাই এই task-1 এ আপনার কোন  Personal Opinion দেয়া একেবারেই নিষিদ্ধ। তাই মনে রাখবেন task-1 এ  i\w..................think\believe ইত্যাদি ধরনের কোন কথা লিখা যাবে না।

Task-1  (Line, Cloumn/Bar, Pie chart) এর ক্ষেত্রে যা করতে হবে....
  • Compareথাকলে অবশ্যই Compare করতে হবে।
  • Connective words অবশ্যই use  করতে হবে।
  • প্রশ্নের শব্দের ক্ষেত্রে যথা সম্ভব Synonym ব্যবহার করতে হবে।
  • সময় উল্লেখ না থাকলে অবশ্যই Present tense হবে। সময় ইল্লেখ থাকলেঃ topics এর tense অনুযায়ী লিখতে হবে।
  • শুধু একাধিক Pie chart থাকলে inter-compare হবে।

Task-1  (Line, Cloumn/Bar, Pie chart) এর ক্ষেত্রে যা করা যাবে না ....
  • কোন Opinion\adviceদেয়া যাবে না।
  • কোন Subject  I,we,you ধরনের কোন Subject rse করা যাবে না।
  • Connective words repeat করা যাবে না।






Post a Comment (0)